দক্ষিণ আফ্রিকায় ছুটির আমেজে সৌম্য-লিটনরা
ম্যাচ শুরু হতে এখনো একদিন বাকি। ইরিনি ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে কঠোর অনুশীলনে বাংলাদেশ ‘এ’ দল । তবে ক্রিকেটের বাইরের সময়টুকু কাটছে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্র ধরে দক্ষিণ আফ্রিকায় কেমন সময় কাটাচ্ছেন লিটনরা; তা ভক্তদের জন্য ছবি তুলেই প্রকাশ করছেন। সন্দেহ নেই, বেশ ফূর্তিতে কাটছে সময়। সঙ্গে অনুশীলনও।
সোমবার ইরিনি ক্লাবের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকার পর নভেম্বরের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলতে নামবে সফরকারীরা।
ভারত সফরের দুঃস্বপ্ন ভোলার স্বপ্ন নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে লড়তে গেছে শুভাগত হোমের বাংলাদেশ ‘এ’ দল। দেশ ছাড়ার আগে শুভাগত হোম জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে জেতার জন্যই যাচ্ছেন তারা।
মন্তব্য চালু নেই