‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে, তবে কি আবারো রুপালি পর্দায় আসছে তিন ইডিয়ট…..

বলিউডের সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তি পাওয়া ছবিটি অতীতের সব রেকর্ড ভেঙে ৩০০ কোটি রুপি আয় করেছিল।

বক্স অফিসে ঝড় তোলা ছবিটি সমালোচকদেরও ব্যপক প্রশংসা কুঁড়ায়। তিন ‘ইডিয়ট’ আবার ফিরে আসতে যাচ্ছে রুপালি পর্দায়। এবার ‘থ্রি ইডিয়টস’ এর সিকুয়্যালে নির্মাণ করা হবে ‘থ্রি ইডিয়টস ২’।

সোমবার (২৫ জানুয়ারি) ‘রং দে বাসন্তি’ ছবি মুক্তির ১০ বছর উদযাপন উপলক্ষে অভিনেতারা একত্রিত হয়েছিলেন। সেখানে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন আর মাধবন এবং শারমান জোশি, যারা ‘থ্রি ইডিয়টস’ ছবিতেও আমিরের সহঅভিনেতা ছিলেন। তখন আমির গণমাধ্যমে সিক্যুয়েলের খবরটি জানান।

আমির খান বলেন, ‘কয়েকদিন আগে রাজকুমার হিরানি আমাকে জানিয়েছিল থ্রি ইডিয়টস টু ছবির সিক্যুয়েলের জন্য কাহিনী প্রস্তুত হয়ে গেছে। খুব শিগগিরই এই ছবির জন্য আমরা আলোচনায় বসব।’

আমির আরো বলেন, ‘এটাকে ব্রেকিং নিউজ বানাবেন না। কারণ এখনও কিছুই চূড়ান্ত হয়নি।’

‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির ছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন কারিনা কাপূর খান, শারমান জোশি, আর. মাধবন, বোমান ইরানিসহ আরও অনেকে। ছবিটির নতুন পর্বে এদেরকেই আবারও দেখা যেতে পারে।

তাই এবার শুধু অপেক্ষা ছবির কাজ শুরুর তারিখ জানার।



মন্তব্য চালু নেই