থালা হাতে রাস্তায় শ্রমিকরা
চলামান হরতাল অবরোধে চুলা বন্ধ হয়ে যাওয়ায় থালা হাতে রাস্তায় নেমে এলেন যশোরের পরিবহন শ্রমিকরা। তারা মানববন্ধনসহ থালা হাতে অবস্থান কর্মসূচি করে।
সোমবার বিকেলে যশোর শহরের মণিহার চত্বরে এ কর্মসূচি পালন করে শ্রমিক ও ব্যবসায়ীরা।
কর্মসূচিতে তারা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা এবং পেট্রোলবোমা হামলা চালিয়ে মানুষের জানমালের ক্ষতিসাধন করায় জড়িত নাশকতাকারীদের আটক এবং তাদের বিচার দাবি করে।
এসময় কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন- জেলা সনাতন ধর্ম সংঘের সভাপতি শ্রীভূষণ ঘোষ, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, পরিবহন শ্রমিকলীগের সভাপতি গোলাম মোস্তফা, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি, পুরাতন বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুজ্জামান পলাশ, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু, ব্যবসায়ী নেতা মুজিবর রহমান, নাসির উদ্দিন, শান্তি-শৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টগর প্রমুখ।
কর্মসূচি পরিচালনা করেন- শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলু।
থালা হাতে অবস্থান কর্মসূচিতে শ্রমিক ও ব্যবসায়ীদের পাশাপাশি অংশ নেয় শ্রমজীবী মানুষ এবং দিনমজুররা। তারা মণিহার চত্বরে খালি থালা হাতে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
মন্তব্য চালু নেই