থানায় থানায় আবারো সংগ্রাম কমিটি

থানায় থানায় আবারো সংগ্রাম কমিটি গঠন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর আগেও ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোটকেন্দ্রভিত্তিক সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। বেশকিছু স্থানে এ কমিটি গঠন হলেও তেমন কাজে আসেনি। প্রতিহত করা যায়নি নির্বাচন।

তবে সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ২০ দলের বৈঠকে আবারো সংগ্রাম কমিটি গঠনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, সরকার পতনের আগামী আন্দোলনে একজোট হয়ে জোরালো ভূমিকা রাখতে ঢাকা মহানগরীর থানায় থানায় ২০ দল লিয়াজোঁ করে সংগ্রাম কমিটি গঠন করবে। এ বিষয়ে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া খুব শিগগির আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সে জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপি উপদেষ্টা আবুল আউয়াল মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল।

বৈঠকে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবুল কাসেম, এলডিপির খালিদ সাইফুল্লাহ, খেলাফত মজলিসের নোমান মাজহারী, জাগপা মহানগর সভাপতি আসাদুর রহমান খান, বাংলাদেশ ন্যাপের মোড়ল আমজাদ হোসেন, বিজেপির আবদুল মতিন সোউদ, কল্যাণ পার্টির আলি হোসেন ফরায়েজি, লেবার পার্টির সামসুদ্দিন পারভেজ, এনডিপির জামিল আহমেদ, এনপিপির ওয়াহেদুর রহমান ও ২০ দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই