থানায় ঢুকে বিয়ার খেলেন তরুণী

থানায় ঢুকে মাতলামো মত্ত তরুণীর৷ পুলিশকে গালিগালাজ থেকে শুরু করে হুমকি দিতেও ছাড়লেন না তিনি৷ এই অভিযোগে বছর ২৫-এর ওই তরুণীকে জরিমানা করল পুলিশ৷

রোববার মুম্বাইয়ের আন্ধেরি থানায় এ ঘটনাটি ঘটে। ওই দিন সন্ধ্যায় দাদর থেকে মদ্যপ অবস্থায় আন্ধেরি আসেন সোনিয়া যাদব ওরফে রীনা খান নামের ওই তরুণী৷

পুলিশ অফিসার জানান, ‘‘মদ্যপ অবস্থায় গাড়ির চালকের সঙ্গে প্রথম ঝামেলা শুরু হয় তার৷ তার পর থানায় ঢুকে শুরু হয় তাণ্ডব৷’’ জানা গিয়েছে, রোববার একটি অভিজাত রেস্তরাঁয় ঢুকতে গেলে তাকে আটকে দেন রেস্তরাঁর কর্মীরা। এরপরই ওই যুবতি সোজা এসে উপস্থিত হন আন্ধেরি থানায়। থানার মধ্যেই মদ্যপান করতে থাকেন তিনি। উপস্থিত পুলিশ অফিসারদের অকথ্য ভাষায় গালিগালাজও শুরু করে সে৷ কোনও ভাবেই বাগে আনা যায়নি তাকে৷

এদিকে, তার কীর্তিতে হতভম্ব পুলিশকর্মীরাও৷গোটা ঘটনাটিই ধরা পড়ে ক্যামেরায়৷ ভিডিওটি ভাইরাল হয়৷

ওই তরুণীকে পুলিশ প্রথমে আটক করে। তারপর থানায় এসে হাঙ্গামা করার জন্য ১২০০ টাকা জরিমানা করা হয় তার৷



মন্তব্য চালু নেই