থাইল্যান্ডে শুটিংয়ে পিস্তলের আঘাতে আহত মাহফুজ

রায়হান খানের পরিচালনায় ‘স্যাটারডে নাইট’ ধারাবাহিক নাটকের শুটিং চলছে থাইল্যান্ডে। গত ৪ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ থেকে পরিচালক রায়হান খানসহ মিশু সাব্বির, নীলাঞ্জনা নীলা, তৌসিফ মাহবুব, নাদিয়া, সাজু মুনতাসিরসহ একটি ইউনিট থাইল্যান্ডে যায়। এরপর নাটকটিতে অভিনয় করতে মাহফুজ আহমেদ, জাকিয়া বারী মম, মেহজাবিন, নিশো, তানিয়া আহমেদ থাইল্যান্ড যান।

ভালই চলছিল শুটিং কিন্তু হুট করেই ঘটে গেল বিপত্তি। গত ১১ ডিসেম্বর শুক্রবার শুটিং চলাকালে অভিনেত্রী মম’র হাতে থাকা পিস্তলের আঘাতে মাথা ফেটে যায় অভিনেতা মাহফুজ আহমেদের। নাটকটির দৃশ্যের প্রয়োজনেই মম পিস্তল নিয়েছিলেন তবে দৃশ্যটি ধারণ করবার সময় মম ব্যালেন্স রাখতে পারেননি।

তাই মাহফুজের মাথায় পিস্তলের আঘাতটা একটু জোরে লেগে যায়। আর তাতেই তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে তাকে দ্রত ভর্তি করা হয়। এখন তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন। তবে সুস্থও আছেন তিনি। নাটকটির দৃশ্যধারণ শেষে ১৮ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে পুরো ইউনিটের।



মন্তব্য চালু নেই