ত্বকের যত্নে ব্যবহার করুন নারকেল তেল
চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। শুধু কি চুলের যত্নে নারকেল তেল ব্যবহার হয়? না ত্বকের যত্নেও এর অবদান অনেক। শুষ্ক প্রাণহীন ত্বককে নরম, কোমল, প্রাণবন্ত করতে নারকেল তেলের জুড়ি নেই। কিন্তু ত্বকে কিভাবে নারকেল তেল ব্যবহার করা হবে সেটি অনেকেই জানে না। আর যার কারণে অনেকেই নারকেল তেল ব্যবহার করার ফলে সঠিক ফল পান না। আসুন জেনে নিই কিভাবে নারকেল ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজ করে থাকে।
যা যা লাগবে
– নারকেল তেল
– একটি নরম টাওয়েল
যেভাবে করবেন
১। প্রথমে ১ টেবিল চামচ নারকেল তেল হালকা গরম করে নিন।
২। গরম হয়ে এলে এটি আপনার হাতের তালুতে নিন।
৩। এবার তেল দুই হাতে নিয়ে ঘষুন।
৪। এখন দুই হাত দিয়ে মুখে চক্রাকারে নারকেল তেল ম্যাসাজ করুন। এমনভাবে ম্যাসাজ করুন যেন ত্বকে ভালভাবে নারকেল তেল মিশে যায়।
৫। একটি টাওয়েল গরম পানিতে ডুবিয়ে নিন।
৬। টাওয়েল থেকে ভাল করে চিপে পানি বের করে নিন।
৭। টাওয়েলটি দিয়ে মুখ ঢেকে রাখুন ৩০ সেকেন্ড।
৮। তারপর টাওয়েলটি দিয়ে মুখ হালকা করে মুছে ফেলুন।
ব্যস হয়ে গেল নারকেল তেল দিয়ে ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং করা। আপনি চাইলে নারকেল তেলের সাথে ল্যাভেন্ডার অয়েল, ট্রি টি অয়েল বা রোজ অয়েল মিশিয়ে নিতে পারেন।
এছাড়া হাত-পায়ের শুষ্কতা দূর, কন্ডিশনার, মেকআপ রিমুভার, ময়শ্চারাইজিং করতে নারকেল তেল ব্যবহার করা হয়ে থাকে। নারকেল তেলের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যার কারনে এটি সবাই ব্যবহার করতে পারে। তবে নারকেল তেল কিনার আগে সতর্ক থাকবেন যেন নকল নারকেল তেল কেনা না হয়ে যায়।
মন্তব্য চালু নেই