ত্বকের তেলতেলে ভাব দূর হবে ছোট্ট উপায়ে

ত্বকের যত্নে কতকিছুই না করছেন। বার বার পরিষ্কারক দিয়ে মুখ ধোয়া, টিস্যু দিয়ে ঘাম মোছা, পাউডার লাগিয়ে তেলতেলে ভাব দূর করার চেষ্টা- কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত ফল পাননি। তেলতেলে ত্বকের কারণে অপেক্ষাকৃত কালো, রোদে পোড়া দাগ বেশি দেখানো এবং প্রচুর ব্রণ ওঠার সমস্যায় ভুগতে হতে পারে। সব মিলে ত্বক সৌন্দর্যের অবস্থা বেশ শোচনীয়। তাই দিনের শুরুতে করুন ২ মিনিটের একটি ছোট্ট কাজ। একটুও তেলতেলে হবে না, আপনার ত্বকের ব্রনও থাকবে দূরে।

যা যা লাগবে

উষ্ণ পানি, ফেসওয়াশ, লবণ, লেবু।

যেভাবে করবেন

দিনের শুরুতেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার মুখে উষ্ণ পানির ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসাজ করে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। এবার ১ মগ হালকা উষ্ণ পানির সঙ্গে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। এই পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে। মুখ ধুয়ে তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশি মনে হয় বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন।



মন্তব্য চালু নেই