তৈরি হচ্ছে ‘মিশন ইম্পসিবল সিক্স’ !
হলিউড তারকা টম ক্রুজ অভিনীত ‘মিশন ইমপসিবল’ সিরিজের পঞ্চম সিক্যুয়েল রগ অব নেসন সিনেমাটি এখনো মুক্তির অপেক্ষায়। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এ ফ্যাঞ্চাইজির ষষ্ঠ সিক্যুয়েলের কাজ।
প্যারামাউন্ট পিকচার্স, ব্যাড রোবট এবং স্কাইড্যান্স প্রযোজনা প্রতিষ্ঠান এরই মধ্যে নাকি শুরু করে দিয়েছেন সিনেমার কাজ। পাশাপাশি এ সিনেমাটিতেও প্রযোজনায় থাকছেন টম ক্রুজ, ডেভিড এলিসন, ডানা গোল্ডবার্গ এবং জে.জে আব্রামস। আপাতত মিশন ইম্পসিবল সিক্স নামেই শুরু করা হয়েছে সিনেমাটির কাজ। পরবর্তীতে সিনেমাটির নাম পরিবর্তন করা হবে। বিষয়টি প্রথম প্রকাশ করে ওয়েবসাইট ‘ট্র্যাকিং বোর্ড’। এমনটাই প্রতিবেদন করেছে এস শোবিজ।
তবে সিনেমাটিতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক করা হয়নি। এবং সিনেমার প্লট সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি ওয়েবসাইটটিতে।
মিশন ইমপসিবল : রগ অব নেসন সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩১ জুলাই। অ্যাকশন-অ্যাডভেঞ্চার-থ্রিলার ঘরানার এ সিনেমাটিতেও টম ক্রুজ তার ইথান হান্ট চরিত্রে ফিরে এসেছেন। এ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সিমন পেগ, অ্যালেক বাল্ডউইন এবং জেরেমি রেনার প্রমুখ।
মন্তব্য চালু নেই