তৈমুরকে ছাড়াই ছুটি কাটাতে গেলেন সাইফ-কারিনা
ছেলের বয়স মাত্র তিন মাস। এর মধ্যেই নাকি তাকে একা রেখে বিদেশে বেড়াতে গেলেন বাবা সাইফ আলি খান ও মা কারিনা কাপূর খান।
সোমবার মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়েছেন এই সেলেব জুটি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, তাঁরা লন্ডনে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু, ছোট্ট তৈমুরকে দেখা যায়নি তাঁদের সঙ্গে। তা দেখে বি-টাউনের একটা বড় অংশের মতে, তৈমুরকে বাড়িতে রেখেই কয়েক দিন জন্য বেড়াতে গিয়েছিলেন সাইফ-কারিনা।
‘শেফ’ ছবির কাজ শেষ করার পর ব্রেক নিয়েছেন সাইফ। অন্যদিকে কারিনার কাছেও এখন কিছুটা সময় রয়েছে। তৈমুর হওয়ার পর এখনো ফ্লোরে ফেরেননি তিনি। র্যাম্প, স্পেশাল ফোটোশুট চলছে নিয়ম মেনেই। আর কিছু দিনের মধ্যেই ছবির কাজও শুরু করবেন। এর মধ্যেই সময় বের করে ছুটিও কাটিয়ে এলেন তাঁরা।
মন্তব্য চালু নেই