তৃষ্ণা মেটাল পুনম, পিপাসা বাড়ল ভক্তদের!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে জুড়ি নেই পুনম পাণ্ডের। বিভিন্ন সময় বিতর্কিত ছবি বা ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি। আবারও আলোচনায় এলেন এই মডেল অভিনেত্রী।
বড় দিন কী ক্রিকেট বিশ্বকাপ- বিতর্কিত মন্তব্য অথবা ভিডিও শেয়ার করেই আলোচিত পুনম।
প্রচণ্ড গরমে সবার যখন নাভিশ্বাস উঠছে তখন এই বিষয়টিকে কেন্দ্র করে আবারও নিজেকে আলোচনায় নিয়ে এলেন তিনি। ভক্তরা একে ‘চরম গরম’ অবস্থা বলছেন।
সম্প্রতি প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পুনম পানি পান করছেন এমন একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে বিছানায় বসে পানি পান করছেন তিনি। বিষয়টি স্বাভাবিক- এতে নতুনত্ব কিছু নেই।
কিন্তু ব্যাপারটি যখন পুনম পাণ্ডে ঘটিয়েছেন তখন সেখানে তো বিশেষ কিছু থাকবেই। তৃষ্ণা নিবারণ নয়, সবার চোখ পুনমের পোশাকের দিকে।
স্বল্প পোশাকে পুনমের পানি পান করার এই দৃশ্য তাই শিহরণ তুলেছে ভক্তদের মনে। আরে এ কারণেই ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি।
মন্তব্য চালু নেই