তৃতীয় ধাপ: আ.লীগের ২৫ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ২৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রথম ও দ্বিতীয় ধাপের মতো এ ধাপেও বিএনপির কোনো প্রার্থী নেই ৮১ ইউপিতে।

বৃহস্পতিবার মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে পাঠানো তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। এ ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৬ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।

এর আগে প্রথম ধাপে আ.লীগের ৬২ জন ও ২য় ধাপে ৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রথম ধাপে ১১৯ ও দ্বিতীয় ধাপে ৭৯ ইউপিতে প্রার্থী ছিল না বিএনপির।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, দ্বিতীয় ধাপের ৬২০ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ২ হাজার ৬৭১ জন। এর মধ্যে ১৪টি রাজনৈতিক দলের এক হাজার ৪৮৭ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক হাজার ১৮৫ জন।

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নির্বাচনে সব ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে আওয়ামী লীগের, বিএনপির ৫৩৯, জাতীয় পার্টি ১৬৭, জাসদ ২৬, বিকল্পধারা বাংলাদেশ ৩, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯২, জাতীয় পার্টি-জেপি ৩, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৫, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১০, খেলাফত মজলিশ ২, বাসদ ১, অন্যান্য দলের ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান এ উপ-সচিব।

ইসি সূত্রে জানা যায়, তিন ধাপে আ.লীগের ১১৮ জন বিনা ভোটে নির্বাচিত, আর বিএনপি’র প্রার্থী নেই ২৭৯ ইউপিতে।

যে ২৫ ইউপিতে প্রতিদ্বন্দ্বী নেই আ.লীগের
কুমিল্লার আদর্শ উপজেলার দুর্গাপুর উত্তর, লাকসামের গোবিন্দপুর, কুষ্টিয়ার খোকসার, জানিপুর, জয়ন্তীহাজারা, খোকসা, শিমুলিয়া, বেতবাড়িয়া, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী, জামালপুরের ইসলামপুরের গোয়ালেরচর, ঝিনাইদহের কালিগঞ্জের জামাল, নারায়ণগঞ্জের আলেরটেক, বক্তাবলী, কাশিপুর, রূপগেঞ্জের কায়েতপাড়া, নোয়াখালীর চাটখিলের খিলপাড়া, মুন্সিগঞ্জের লৌহজংয়ের বৌলতলী, পাওনদিয়া, কুমারভোগ, মেদেনিমণ্ডল, লৌহজং, রাজবাড়ির বালিয়াকার জংপল, লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশী উত্তর, চরমোহনা, শরীয়তপুরের বিনোদপুর, চিতলিয়া।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নির্বাচন কমিশন তৃতীয় ধাপে ৬৮৫টি ইউপির নির্বাচনি তফসিল ঘোষণা করে। এর মধ্যে বিভিন্ন কারণে ৬৫ ইউপির নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়।



মন্তব্য চালু নেই