তৃতীয় কন্যার জন্ম দিলেন ন্যান্সি
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/03/nansi20_106480.jpg)
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি তৃতীয় সন্তানের মা হয়েছেন। আজ বুধবার, ৪ মে দুপুর ৩টা ১০ মিনিটে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
ন্যানসির স্বামী জায়েদ এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। জায়েদ, তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন।
ন্যানসির রোদেলা ও নায়লা নামে আরো দুই কন্যা রয়েছে।
মন্তব্য চালু নেই