তুমুল আলোচনায় নায়ক জিৎ! (ভিডিও সহ)

জিৎ বা জিতেন্দ্র মদনানী ভারতের বিশেষত পশ্চিম বাংলার একজন বিখ্যাত অভিনেতা। তিনি ২০০২ সালে তার অভিনীত সাথী ছবির জন্য বি.এফ.জে.এ সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতা-এর পুরস্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্যও লাভ করে। তিনি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড লাভ করেন, টিভি শো কোটি টাকার বাজি রিয়েলিটি শো-এ সঞ্চালক হওয়ার জন্য। তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন।

তাই বলে তার নেই কোন দম্ভ বা অহংকার তিনি দর্শক সারিতে দাড়িয়েও নিজের ফ্যানদের সাথে ছবি তুলতেও রাজি আছেন। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে এমনইভাবে দেখা মিলেছে সুপারস্টার জিতের।
জানাগেছে, জিতের এমন কার্যকলাপের কারনে ইতিমধ্যে ভারত বর্ষের প্রতিটি মানুষের মুখে তুমুল আলোচনায় এসেছেন তিনি।
https://www.youtube.com/watch?v=9zbeAcrkWMY

































মন্তব্য চালু নেই