‘তুমি পাশে আছো, তাই আমার আর কিছুই দরকার ছিলো না’
চীনের একটি প্রদেশে ঝড় বৃষ্টি বন্যা কিছুই এক দম্পতির বিয়ে আটকে রাখতে পারেনি।
প্রচুর বৃষ্টিপাতের কারণে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে যখন জনজীবন প্রায় বিপর্যস্ত তখনও পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠান থেকে তারা দমে যাননি।
গত সপ্তাহে এই প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।
বর ও কনে অনেক আগেই শনিবার তাদের বিয়ের অনুষ্ঠান পরিকল্পনা করে রেখেছিলেন।
সেই অনুষ্ঠানে তারা দাওয়াত দিয়েছিলেন তিনশো জনেরও বেশি অতিথিকে।
কিন্তু বৈরি আবহাওয়ার কারণে বিয়ের এই অনুষ্ঠানে আসতে পেরেছিলেন মাত্র ১০ জন।
চীনের পিপলস ডেইলি সংবাদপত্রকে উদ্ধৃত করে এই খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং।
বর বলেছেন, “যদিও আমাদের কোন অতিথি উপস্থিত ছিলো না, লিমোজিন গাড়ি ছিলো না, কোনো আতসবাজি ফাটানো হয়নি, গান বাজনা হয়নি কিন্তু এসব কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিলো না।”
“তুমি পাশে আছো বলে আমার আর কিছুই দরকার ছিলো না,” স্ত্রীর কথা উল্লেখ করে বর জো টিয়ান এই মন্তব্য করেছেন।
এই খবরটি চীনের স্যোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
বহু মানুষ মন্তব্য করেছে, লাইক দিয়েছে ও শেয়ার করেছে।
“এটা সত্যিকারের এক প্রেমের গল্প। দুটো হৃদয় যারা একে অপরকে ভালোবাসে তাদেরকে কোনো কিছুই আটকে রাখতে পারেনি,” একজনের মন্তব্য।
অনেকে সমালোচনাও করেছেন।
কেউ কেউ মন্তব্য করেছেন, “তারা তো বিয়ের অনুষ্ঠান পেছাতে পারতেন।”
আরেকজন লিখেছেন, যা কিছুই হোক না কেনো। শেষ পর্যন্ত তারা খুশি হলেই সব ঠিক আছে।
মন্তব্য চালু নেই