তুমি চলে এসো
তুমি চলে এসো
ছাবিলা ইয়াছমিন মিতা
তুমি চলে এসো, শহরের ঐ
কোলাহল যনজট আর ব্যাস্ততা ছেড়ে,
আমার ছোট্ট গায়ে।
যে খানে আছে, সবুজ ফসলের মাঠ
সুনীল আকাশ আর মুক্ত বাতাস।
সন্ধা লগণে, তারার মেলা
জোনাকির ঝিকি মিকি আলো
জ্যোসনার জল রং ।
হাজার বছরের বয়ে যাওয়া নদী
পালতোলা নাও
ফুলে ফুলে প্রজাপতির নাচ
শালিক চড়াই এর লুকোচুরি খেলা।
তুমি চলে এসো, ডাইনিং টেবিলের
কার্চি বিরানি মোরগ পোলাও ছেড়ে
আমার ছোট্ট গায়ে।
এখানে আছে, টাটকা পুঁইপাতা কচুশাক
আরো, আরো আছে বাড়ীর পুকুরের
রুই মাছের ঝোল।
তুমি চলে এসো,
ইট পাথরের প্রসাদ ছেড়ে
আমার ছোট্ট গায়ে।
এখানে আছে,
মাটির বেড়া খরের ছানি
ভাঙ্গা কুঁড়ে ঘর।
একবার পরোক্ষ করে দেখ
কতটা সুখ কতটা মধুরতা
আমার ছোট্ট গায়ে ।
মন্তব্য চালু নেই