তীরে উঠে এলো ডলফিনের ঝাঁক [ভিডিও]

মাঝে মাঝে কিছু বিরল ও অবিশ্বাস্য বাস্তব ভিডিও ধরা পরে মানুষের ক্যমেরায়। সেদিন ব্রাজিলের কোবো সমুদ্র সৈকত খুব বেশি উত্তাল ছিলো না। পর্যটকরা সমুদ্র সৈকতে বসে তাঁদের নিবিড় সময় কাটাচ্ছিলো। হঠাৎ-ই সমুদ্র সৈকতে দেখা গেলো অদ্ভুত এক ব্যাপার!
দেখা গেলো, এক ঝাঁক ডলফিন উঠে এলো ডাঙ্গায়। প্রথমে সত্যি বিস্ময়ে হতবাগ হয়েছিলো তীরে থাকা পর্যটকেরা। পরে যখন দেখা গেলো যে ডলফিনগুলো তীরে এসে আটকে গেছে তখন পর্যটকরাই আবার তাদের সমুদ্রে নেমে যেতে সাহায্য করলো।
ডলফিনের এই অত্যন্ত বিরল এবং অবিশ্বাস্য ঘটনা দেখে পর্যটকরা আবেগে আপ্লুত। একজন পর্যটক আবার এই দৃশ্য ভিডিওতে ধারণও করেছেন। কারো কাছে ব্যাপারটা অবিশ্বাস্য লাগলে এখুনি দেখে নিন ভিডিওটি।
সূত্র: মেটাস্পুন।
মন্তব্য চালু নেই