তীব্র আন্দোলনে সরকারের পতন হবে
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে বিএনপি ও জোটের অন্য দলগুলো যে আন্দোলন করেছিল তার চেয়েও তীব্র আন্দোলন করে সরকারের পতন ঘটানোর হুমকি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের হতাশাগ্রস্ত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘হতাশায় শেষ কথা নয়। এই সরকারের অবশ্যই পতন হবে। জনগণ আমাদের সঙ্গে আছে।’
২৪তম জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন।
ফখরুল তার বক্তব্যে আরও বলেন, ‘জাতিসংঘের অধিবেশনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সংস্থার মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে বৈঠক হয়েছে সে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর সঙ্গে মিথ্যাচার করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে।’
ফখরুলে বলেন, ‘আসলে তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়নি আসলে হয়েছে সৌজন্য সাক্ষাৎ।’
পাকিস্তানের নারী শিক্ষাকর্মী মালার ইউসুফজাই ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থীর শান্তিতে নোবেল জয়ে তাদের অভিনন্দনও জানিয়েছেন ফখরুল।
মন্তব্য চালু নেই