তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে বাসদের মিছিল-সমাবেশ

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মিছিল- সমাবেশ করেছে রংপুর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ)।গতকাল বিকাল সাড়ে ৪ টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জাহাজকোম্পানী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বাসদের সদস্য মমিনুল ইসলাম, আতিয়ার রহমান, অমল সরকার সহ বাসদের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ইরি-বোরো মৌসুমের তিস্তা নদীতে পর্যাপ্ত পানি না থাকার কারণে কৃষকেরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে মারাত্মক ফলন বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। একদিকে ভারত একতরফা ভাবে তিস্তার উজানে বাঁধ দিয়ে তিস্তার অস্তিত্বকে হুমকীর মূখে দাঁড় করিয়েছে অন্যদিকে আমাদের দেশের শাসকশ্রেণি তাদের নতজানু নীতির কারনে আমরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছি।

বক্তারা নদীর স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত রাখার জোর দাবী জানান এবং উত্তরাঞ্চলের কৃষি ও কৃষক বাঁচাতে ভারতের এ সাম্রাজ্যবাদী পানি আগ্রাসন নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।



মন্তব্য চালু নেই