তিন সন্তানের জন্ম দিয়ে বিশ্বখ্যাত এই নারী!
কথায় আছে, একজন নারী তিনবার জন্মায়। প্রথম তার জন্ম হয় মায়ের গর্ভ থেকে। দ্বিতীয়বার তার জন্ম হয় বিয়ের মধ্য দিয়ে। আর তৃতয়িবার নারী জন্মায় যখন তিন মা হোন। একজন নারীর জীবনের সেরা অনুভূতি সম্ভব তিনি যখন মা হোন। মা হলেই একজন নারীর জীবন পরিপূর্ণতা পায়।
মা হওয়া নিয়ে গোটা পৃথিবীতেই অনেক-অনেক গল্প রয়েছে। কিন্তু সেরা গল্প বোধহয় এটাই। মার্কিন মুলুকে বারবার নামের এক মহিলা তিন সন্তানের মা। ভাবছেন, এটার জন্য তিনি কী এমন মহান কাজ করলেন? তাহলে একটু অপেক্ষা করুন, এরপর ব্যাপারটা বুঝলে আপনিও অবাক হবেন। ওই নারীর নাম বারবারা।
তিনি আসলে, এক বিরল ঘটনার জন্য তার দেশে বিখ্যাত। সেটি হল তিনি ১০/১০/১০, ০৯/০৯/০৯, ০৮/০৮/০৮ তারিখে তার তিন সন্তানের জন্ম দেন! এবার বুঝতে পারলেন কেন বারবার বিখ্যাত! তিন সন্তানের জন্ম তারিখটা দেখেছেন! তিনি বিখ্যাত হবে না!
মন্তব্য চালু নেই