তিন মিনিট পর পর খান দীপিকা !

তিন মিনিট পর পর খাবার খান বলিউডের সফল ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়–কোন। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। যে দীপিকা নিজের শারীরিক সৌন্দর্যের জন্য প্রশংসিত হয়ে আসছেন তিনি কিনা কোন ডায়েটই করেন না, এটা কি মানা যায়। কিন্তু এমনটাই হয়েছে দীপিকার বেলায়। কিছুদিন পরই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়–কোন অভিনীত ছবি ‘পিকু’। এ ছবির সেটেই প্রমাণ হয়েছে দীপিকা কতটা ভোজনবিলাসী।

ছবির শুটিংয়ের সময় নাকি তিন মিনিট পর পর কিছু না কিছু খেয়েছেন দীপিকা। আর তাই তো সেটে সব সময় তার জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি থাকতো। শট দিয়ে এসেই খেতে বসে যেতেন দীপিকা। মাঝে মধ্যে বিগ বি অমিতাভ বচ্চনও তার জন্য খাবার নিয়ে আসতেন। এরপর চলতো অমিতাভ ও দীপিকার চুটিয়ে খাওয়া। ‘পিকু’ ছবির পুরো শুটিং এভাবেই করেছেন দীপিকা। অর্থাৎ খাবারের ওপরেই ছিলেন। বিষয়টি দেখে খোদ অবাক হয়েছেন অমিতাভ বচ্চনসহ পুরো শুটিং ইউনিট। এ বিষয়ে অমিতাভ বলেন, আমি অনেক অবাক হয়েছি। কারণ, দীপিকা এতটা ভোজনপ্রিয় জানা ছিল না। তিন মিনিট পর পর খাবার! অবিশ্বাস্য। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। তবে সে দুই ঘণ্টা জিম করে প্রতিদিন। তাই তো মুটিয়ে যায়নি। চালিয়ে যাও দীপিকা।

এ বিষয়ে দীপিকা বলেন, পারলে আমি ২৪ ঘণ্টাই খেতাম। খেতে আমি অনেক ভালবাসি। কোন না কোন খাবার আমার সব সময় চাই-ই। না হয় কাজে মনোযোগ বসাতে পারি না। যারা ভাবছেন আমি মুটিয়ে যাবো এভাবে খেলে, তাদের চিন্তার কারণ নেই। কারণ, আপনাদের দীপিকা অনেক স্বাস্থ্য সচেতনও বটে। প্রতিদিন যে পরিমাণে জিম করি তাতে মুটিয়ে যাওয়ার কোন সম্ভাবনাই নেই। আর সেটা আমি নিজেও পছন্দ করি না।



মন্তব্য চালু নেই