তিন মাস ধরে বানানো রিহানার নতুন বুট
গানের বিভিন্ন সফরে আমরা রিহানার পোশাকের নানা রকম সমন্বয় লক্ষ্য করেছি। গতমাসে তিনি একটি কনসার্টে পারফর্ম করলেন ভিন্ন এক সাজে যা মুগ্ধ করেছে সবাইকে। তিনি পরেছিলেন ক্রিম কালারের জোজেপ্পে জ্যানোট্টি বুটস। এর সাথে সিল্কের রম্পারের ওপর সাদা বেল্ট – যা বানাতে সময় লেগেছে প্রায় তিন মাস। এই জ্যানোট্টি বুটস রিহানাকে দারুন মানিয়েছিল। এটি তৈরি করেন তার স্টাইলিস্ট মেল অটেনবার্গ। তিনি বলেন, ‘তাদের চাহিদাটি বুঝতে পারাটা বেশ মজার ছিল। আর তা বাস্তবে পরিণত করাটাও ছিল চ্যালেঞ্জিং।’
মন্তব্য চালু নেই