তিন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাবিতে ছাত্রলীগের মৌন মিছিল

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের তিন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে রাবি ছাত্রলীগ। মিছিলটি মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় তাদের দলীয় টেন্ট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে শেষ হয়।

এ সময় মিছিলে রাবি ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাঞ্জুসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি সম্পর্কে ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘ তিন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি করছি। এর অংশ হিসেবে কালো কাপড় পড়ে স্বৈরতান্ত্রিক প্রশাসনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ বহিস্কারাদেশ প্রত্যাহার না করলে আমরা আরো কঠোর আন্দোলন করব।’

প্রসঙ্গত, গত ২০১৪ সালের ২৮ আগস্ট চাঁদা না পেয়ে রাবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি তন্ময়ানন্দ অভি ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ। গত ২৯ মার্চ সিন্ডিকেট সভায় তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।



মন্তব্য চালু নেই