তিন নবীনের ‘নোটিফিকেশন’

নাঈম, পিয়া বিপাশা ও ইভান সাইর- তিনজনই নবীন শিল্পী। নাঈম ও পিয়া বিপাশা অভিনয়ের মানুষ। আর কথাবন্ধু ইভান ধীরে ধীরে অভিনেতা হিসেবেও পরিচিতি পাচ্ছে।

তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘নোটিফিকেশন’ নামের একটি নাটকে।

হৃদয় আল আবদুল্লাহর পরিচালনায় উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। বন্ধুত্ব, বিরোধ আর ভালোবাসার সম্মিলনে সাজানো হয়েছে গল্পটি। শিগগিরই এটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

ইভান বললেন, ‘তরুণ প্রজম্নের গল্প রয়েছে এতে। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’



মন্তব্য চালু নেই