তিন থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এরা হলেন- নোয়াখালীর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা, সুনামগঞ্জ জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন।

রবিবার বিকেলে নির্বাচন কমিশনের উপ সচিব শামসুল আলম এ তথ্য জানিয়েছেন।

পৌরসভা নির্বাচনে হাতিয়া, ঈশ্বরগঞ্জ ও জগন্নাথপুর থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠলে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে গত সোমবার রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

এরপর রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় রবিবার ওই তিন থানার ওসিকে প্রত্যাহারে নির্দেশ দেয় ইসি।

এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে ময়মনসিংহের ফুলপুর থানার ওসিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

একই অভিযোগে জয়পুরহাট পৌরসভার (সদর) রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই