‘তিনশ বছর বয়সি গাছ নিয়ে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে সুন্দর পার্কের রহস্য’

‘স্যামুয়েল এইচ. বোর্ডম্যান স্টেট সেনিক করিডর’ নামে যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের সমুদ্রতীরবর্তী এ পার্কটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর পার্ক হিসেবেই অভিহিত করেন অনেকে। পার্কটিতে রয়েছে অসাধারণ সুন্দর বেলাভূমি ও তিনশ বছর বয়সি গাছ। অসাধারণ সুন্দর এ পার্কটির নাম ‘স্যামুয়েল এইচ. বোর্ডম্যান স্টেট সেনিক করিডর।’
মন্তব্য চালু নেই