তিতাশ চৌধুরী আর নেই

চলে গেলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক তিতাশ চৌধুরী। মঙ্গলবার ভোরের দিকে ঢাকা ক্যান্টনমেন্টের ৭ নম্বর সড়কে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

অবসরের আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন।

তিতাশ চৌধুরী কাব্যগ্রন্থসহ বেশ কিছু গ্রন্থের প্রণেতা। তিনি অলক্ত নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। এ নামেই তিনি প্রতিবছর দেশের সেরা লেখকদের পুরস্কার দিতেন।

তার মূল নাম আবু তাহের ভুঁইয়া। কিন্তু তিনি তিতাশ চৌধুরী নামেই লেখালেখি করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ জোহর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।



মন্তব্য চালু নেই