তাড়াশে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সীমা খাতুন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার নওগা ইউনিয়নের মহেষরৌহালী গ্রামের শাহাজাহান আলী মেয়ে ও মহেষরৌহালী দাখীল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী।
তাড়াশ উপ-পরিদর্শক (এসআই) অনূজ কুমার সরকার জানান সীমা খাতুন তার বাবা-মায়ের ওপর অভিমান করে বিষ পানে আত্মহত্যা করে।
শনিবার সকালে খবর পেয়ে মহেষরৌহালী গ্রাম থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় ইউডি মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই