তাহিরপুর সীমান্তে সাড়ে ৭লক্ষ টাকার ভারতীয় মদ জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫শত ভারতীয় মদের বোতল আটক করেছে বিজিবি। যার মূল্য প্রায় সাড়ে ৭লক্ষ টাকা।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানাযায়,গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় লাউড়েরগড় ও বাদাঘাট গ্রামের চিহ্নিত চোরাচালানীরা লাউড়েরগড় সীমান্ত দিয়ে পাচার করে বাদাঘাট বাজারে নিয়ে যাওয়ায় পথে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও নামক এলাকা থেকে গোপন সংবাদের বিত্তিতে লাউড়েরগড় সীমান্ত ফাড়িঁর হাবিলদার প্রদীপের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় এসিব্ল্যাক ৭৭৫ এমএল, অফিসার চয়েজ ও ১৮০ এমএল ওজনের টেংগু সহ বিভিন্ন ওজনের মোট ৫শত মদের বোতল আটক করে।

এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে মাদক চোরাচালানীরা বস্তাভর্তি মদের বোতল ফেলে পালিয়ে য়ায়। এ সময় কাউকেই আটক করতে পারে নি বিজিবি।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্তের সকল প্রকার অনিয়ম ও চোরাচালান বন্ধের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।



মন্তব্য চালু নেই