তাহিরপুরে ভোটারদের নিরব ভোট বিপ্লব আ,লীগের ভরাডুবি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে এবার নিরব বিপ্লব গঠিয়েছেন ভোটারা। অর্থ ও পেশী শক্তির কাছে মাথা নত না করে এবার অবাধ,শুষ্ট ও শুশৃংখল ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন এরই কারনে তাহিরপুরে সরকার দলীয় প্রার্থীদের চরম ভরাডুবি হয়েছে।

ভোটারগন তাদের মূল্যবান ভোট পচন্দের প্রার্থীকে ভোট দিয়ে পেরে এবং নির্বাচিত করে আনন্দিত উপজেলা বাসী। উপজেলা নির্বাচন কমিশন কার্য্যালয় থেকে বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে জানাযায়-তাহিরপুর উপজেলা ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন-তাহিরপুর সদর ইউনিয়নে-বিএনপির দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবদল আহাবায়ক বোরহান উদ্দিন (ধানের শীর্ষ),তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী-আতিকুর রহমান আতিক (টেলিফোন),বাদাঘাট ইউনিয়নে আ,লীগের দলীয় বিদ্রোর্হী প্রার্থী আপ্তাব উদ্দিন(ঘোড়া),তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী আ,লীগের দলীয় মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন(নৌকা), বালিজুরী ইউনিয়নে-আ,লীগের দলীয় বিদ্রোর্হী প্রার্থী হাজী আব্দুর জহুর(আনারস প্রতীক) তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী আ,লীগের দলীয় মনোনীত প্রার্থী আতাউর রহমান(নৌকা),উত্তর বড়দল ইউনিয়নে-বিএনপির দলীয় মনোনীত প্রার্থী,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম (ধানের র্শীষ) তার নিকটতম প্রতিদন্ধী আ,লীগের দলীয় বিদ্রোর্হী প্রাথী মাসুক মিয়া (ঘোড়া),দক্ষিন বড়দল ইউনিয়নে-বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আজর আলী (ধানের র্শীষ)তার নিকটতম প্রতিদন্ধী আ,লীগের দলীয় মনোনীত প্রার্থী হাজী ইউনুছ আলী (নৌকা),উত্তর শ্রীপুর ইউনিয়নে-বিএনপির দলীয় মনোনীত প্রার্থী খসরুল অলম (ধানের র্শীষ) তার নিকটতম প্রতিদর্ন্ধী আ,লীগের দলীয় প্রার্থী হাজী আবুল হোসেন খাঁ (নৌকা),দক্ষিন শ্রীপুর ইউনিয়নে-আ,লীগের দলীয় মনোনীত প্রার্থী বিৎশ্বজিৎ (নৌকা) তার নিকটতম প্রতিদন্ধী বিএনপির মনোনীত প্রার্থী শামীম আহমদ মোরাদ(ধানের র্শীষ)।



মন্তব্য চালু নেই