তাহলে আ.লীগ সমাজতান্ত্রিক, স্বৈরাচারের দল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জামায়াতের সঙ্গে জোট করার কারণে বিএনপি যদি রাজাকারের দল হয় তাহলে জাসদের সঙ্গে জোট করায় আওয়ামী লীগকেও সমাজতান্ত্রিক দল বলা যায়। একইভাবে এরশাদের সঙ্গে জোট করায় তারা স্বৈরাচারের দল, যেখানে গণতন্ত্র বলতে কিছু নেই।’
শনিবার সন্ধ্যায় রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি রাজাকারের দল- প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এ বক্তব্য ভিত্তিহীন।’
আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর ক্ষমতা দখল করেছিলেন খন্দকার মোশতাক। আর মোশতাক ছিলেন আওয়ামী লীগের নেতা। এরপর ৩ নভেম্বর আর একটি কু হয়েছিল। ওই কু’র পর ক্ষমতা দখল করেন খালেদ মোশাররফ। ফলে সে সময়ও দেশে কোনো পরিবর্তন সম্ভব হয়নি। কিন্তু দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব হয়েছিল ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে।’
আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জাফরুল হাসান প্রমুখ।
মন্তব্য চালু নেই