তাসকিন-সানির নিষেধাজ্ঞার প্রতিবাদে রাবিতে মানববন্ধন ও মৌন মিছিল
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন ত্রুটির দায়ে নিষিদ্ধের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও মৌন মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় রবীন্দ্র ভবনের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনের বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও আইসিসি’র এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডে তাদের স্লোগান গুলো ছিলো, ‘ভুয়া আই. সি.সি, ভুয়া আম্পায়ার, পদত্যাগ চাই পদত্যাগ চাই’, ‘ক্রিকেট আমাদের রাজনীতি নয়, ক্রিকেট আমাদের আবেগ’, শেম আইসিসি, শেম বিসিবি’, ‘ইন্ডিয়ার দালাল আইসিসি, এবার তোরে খাইসি’, “এক দফা এক দাবি, ব্যাক তাসকিন, ব্যাক সানি” ইত্যাদি।
এছাড়া এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিসিবির নতজানু ভূমিকার তীব্র সমালোচনা করা হয়।
পরে সেখান থেকে শিক্ষার্থীরা একটা মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও মৌন মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
মন্তব্য চালু নেই