তাসকিনের প্রথম মেডেন
এশিয়া কাপের শুরু থেকেই দারুণ বোলিং করে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। বুধবার পাকিস্তানের বিপক্ষেও করেছেন নজরকাড়া বোলিং। ৪ ওভারে ১৪ রানে তাসকিন নিজের নামের পাশে যুক্ত করেছেন ১ উইকেট। ডট বল ছিল ১৬টি। প্রথম ৩ ওভারে তাসকিন ছিলেন অপ্রতিরোধ্য। ৩ ওভার শেষে তাসকিনের বোলিং ফিগার ছিল ৩-১-২-১। তবে শেষ ওভারে খরচ করেন ১২ রান।
নিজের প্রথম ওভারে তাসকিন মাত্র ১ রান খরচ করেন। প্রথম পাঁচ বলে খুররাম মানজুর এক রানও নিতে পারেননি। শেষ বলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে রান নিয়ে খাতা খুলেন ডানহাতি ওপেনার। দ্বিতীয় ওভারে তাসকিন ছিলেন আরও ভয়াবহ। ‘মিস্টার প্রফেসার’ খ্যাত মোহাম্মদ হাফিজকে গতি ও সুইং দিয়ে বিভ্রান্ত করেন বাংলাদেশর এ পেসার। হাফিজ একটি বলেও রান নিতে পারেননি। মেডেন ওভার নিয়ে তাসকিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম মেডেন ওভারের স্বাদ নেন।
তবে তাসকিনের কপালটা আসলেই পোড়া। ৪ ম্যাচে তার নামের পাশে থাকার কথা ৬ উইকেট। কিন্তু তাসকিন পেয়েছেন মাত্র ২টি। বাকি ৪টি হারিয়েছেন ফিল্ডারদের ব্যর্থতায়। প্রথম ৩ ম্যাচে ৪টি ক্যাচ হাতছাড়া হয়েছে তাসকিনের বলে। এর মধ্যে সাকিব একটি ও সৌম্য ছেড়েছেন তিনটি !
মন্তব্য চালু নেই