তালাকের ৭ মিলিয়ন মার্কিন ডলার দুস্থদের দান করে দেবেন এই অভিনেত্রী
হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিবাহ বিচ্ছেদের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। বিবাহবিচ্ছেদের জন্য ৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন অ্যাম্বার।
বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাম্বার জানিয়েছেন, তালাকের পুরো অর্থ তিনি নারী কল্যাণ এবং অসুস্থ শিশুদের জন্য দান করবেন।
একটি লিখিত বিবৃতিতে জানানো হয়, পুরো অর্থ আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন’ এবং ‘চিলড্রেন হসপিটাল লস অ্যাঞ্জেলেসে’ বণ্টন করে দেবেন তিনি।
অ্যাম্বার হার্ড জানিয়েছেন, নারীদের সহিংসতার লড়াইয়ে সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে।
জনি ডেপের বিরুদ্ধে করা অ্যাম্বারের শারীরিক নির্যাতনের শুনানির একদিন আগে গত মঙ্গলবার বিবাহ বিচ্ছেদের সুরাহা হয়। অবশ্য তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন ডেপ।
অন্যদিকে অভিনেতার অ্যাটর্নির মতে, বিচ্ছেদের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতেই অ্যাম্বার অভিযোগ দায়ের করেছেন।
এদিকে বিবৃতিতে অ্যাম্বার লিখেছেন, ‘ব্যক্তিগত দিক থেকে আমার তালাকের অর্থের কোনো প্রয়োজন নেই। তাই যারা নিজেদের রক্ষা করতে ব্যর্থ তাদের অর্থগুলো দান করে দিচ্ছি।’
২০১১ সালে দ্য রাম ডায়েরি সিনেমার সেটে পরিচয় হয় জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের। এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে হয় তাদের।
গত মে মাসে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত অভিনেতার বিরুদ্ধে মারধরের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।
গালে মার খাওয়ার দাগ নিয়ে আদালতে হাজির হন অ্যাম্বার। তিনি অভিযোগ করেন, ডেপ মোবাইল ফোন ছুঁয়ে তাকে আঘাত করেছে।
মন্তব্য চালু নেই