তার পরেও ডাবল সেঞ্চুরি করা কোহলিকে হেয় করলেন ইংলিশ ক্রিকেটার!

ব্যাটসম্যান কোহলি যে আসলেই বিরাট তা মানতে দ্বিধা নেই কারও। মুম্বাই টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। যার পেছনে অনেকের অবদান আছে।

ব্যাট হাতে যেমন ঝড় তুলেছেন কোহলি, বিজয়, যাদবরা; তেমনি বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মায়াবী ঘাতক রবিচন্দ্রন অশ্বিন। অতিমানবীয় ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তার পরেও ডাবল সেঞ্চুরি করা কোহলিকে হেয় করলেন ইংলিশ ক্রিকেটার!

কিন্তু এই অনবদ্য ইনিংসে নাকি কোহলির কোনো কৃতিত্বই নেই! নাক উঁচু বলে ইংরেজদের বিশ্বজোড়া বদনাম আছে। বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে যে তারা খোঁচাখুচি করেছে তা সবার জানা।

কিন্তু ভারতের মাটিতে টানা দুই ম্যাচ হেরেও গতকাল মুম্বাইয়ের ওয়াংখেদে স্টেডিয়ামে সেই নাক উঁচু ভাব দেখা গেলে ম্যাচের চতুর্থ দিন শেষে। ৬ উইকেট হারিয়ে দিন শেষ করা ইংল্যান্ডের তখন বেহাল দশা। এমতাবস্থায় সংবাদ সম্মেলনে এসে বিরাট কোহলিকে প্রশ্নের মুখে ফেলে দিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তিনি সোজাসুজি কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুললেন।

কোহলির ডাবল সেঞ্চুরির বিষয়ে অ্যান্ডারসন বলেন, ”জানি না কোহলির ব্যাটিং পাল্টেছে কি না। এখানে উইকেট এমনই যে, টেকনিক্যাল ভুলত্রুটি বোঝা সম্ভব নয়। উইকেট সে সব ঢেকে দিচ্ছে। এ সব পিচে সেই গতিটা নেই, যাতে উইকেটের পিছনে খোঁচা দেবে ব্যাটসম্যান। ইংল্যান্ডে যে ভাবে কোহলিকে আমরা আউট করতাম আর কী!”

এটা সত্যি যে বছর দুয়েক আগের ইংল্যান্ড সফরে কোহলির দুঃসময় চলছিল। তিনি বারবার অ্যান্ডারসনের বলেই খোঁচা দিয়ে আউট হচ্ছিলেন। কিন্তু সেই কোহালি আর এই কোহালি এক নন। এখনকার কোহলি দুঃসময় কাটিয়ে আসা সেই ভয়ঙ্কর কোহলি। সময়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যন কোহলি। ক্রিকেট বিশ্ব যার প্রশংসায় পঞ্চমুখ। এই কোহলির কাছে অ্যান্ডারসন ঠিক কী ‘টেকনিক’ চাইলেন তা বোঝা দরকার।

বিষয়টা খোলাসা করতে ইংলিশ পেসার আরও যোগ করেন, ”যে সব পিচে ইংল্যান্ডের মতো সিম মুভমেন্ট নেই, পেস নেই সেখানে কোহলির খেলাটা একদম মানানসই। ও স্পিনটা খুব ভালো খেলে। আর গতিময় উইকেটে কোহলি একটা শিকার ছাড়া আর কিছুই নয়!”



মন্তব্য চালু নেই