তার পরও বাংলাদেশের উন্নতি, পাকিস্তানের অবনতি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে বহু কাঙ্ক্ষিত জয় পেয়েছে পাকিস্তান। বাংলাদেশ সফরে এসে একমাত্র জয় পাওয়ায় তৃপ্ত পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন তিনি। ঢাকা টেস্টে ৩২৮ রানের জয় পাওয়ায় সিরিজও নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

এই জয়ের ফলে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে পাকিস্তান। তাদের অবস্থান এখনো তিন নম্বরেই। কিন্তু আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে রেটিং পয়েন্ট কমেছে পাকিস্তানের। ১ পয়েন্ট খুইয়ে বর্তমানে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১০২। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ভাণ্ডারে জমা আছে ১২৪ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১৮।

এদিকে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টের প্রথমটিতে ড্র করেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে হেরে সিরিজও হাতছাড়া করেছেন টাইগাররা। এতে অবশ্য আইসিসির টেস্ট র‌্যাংকিংয়েও বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি। মুশফিকুর রহিমের দল রয়েছে সেই নবম স্থানেই। তবে আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ১ পয়েন্ট বেড়ে যাওয়ায় বাংলাদেশের সংগ্রহ ৩৩।



মন্তব্য চালু নেই