তারেক ওহি পাঠিয়ে দেশ অস্থিতিশীল করছে : মেনন

‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একের পর এক ওহি (বক্তব্য দিয়ে) পাঠিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন’ বলে মন্তব্য করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে পাক্ষিক পত্রিকা ‘খোলামেলা’র ২২ বছর পূর্তিতে ‘বাংলাদেশের রাজনীতির মূল ধারা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন ছিল একটি সাহসী পদক্ষেপ। ওই সময় নির্বাচন না হলে দেশে হয় সামরিক শাসন জারি হত, না হলে জঙ্গি-মৌলবাদের শাসন চালু হত।’

তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক ও অসমনীতির রাজনীতিই হলো বাংলাদেশের মূল ধারার রাজনীতি। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের মূল ধারার রাজনীতি এগিয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই মূলধারার রাজনীতি করতে হবে। ১৯৫২ থেকে আজ অবধি আমরা মূলধারার রাজনীতি করে আসছি। কিন্তু বিএনপি-জামায়াতের রাজনীতি হলো মূলধারার বিরুদ্ধের। তাই এই বিএনপি-জামায়াতের রাজনীতি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।’

‘বিএনপি-জামায়াতের আতাতের কারণে বাংলাদেশ অনেক দূর পিছিয়ে গেছে’ বলেও জানান তিনি।

এসময় মন্ত্রী খোলামেলার সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বানও জানান।

দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করতে চায়, জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তারা কখনই মূল ধারা রাজনীতিবিদ নয়।’

লেখক ও গবেষক আল আমিন বিন হাসিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- কবি ও কলামিস্ট মো. মোফাজ্জল হোসেন, খোলামেলার সম্পাদক এস কামরুন প্রমুখ।



মন্তব্য চালু নেই