তারেকের শ্বশুরের দোয়া মাহফিলে খালেদা

বড় ছেলে তারেক রহমানের শ্বশুর রিয়াল অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩২তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দোয়া মাহফিল শেষে তিনি মাহবুব আলী খানের পরিবারের সঙ্গে সময় কাটান। ধানমণ্ডির ৫ নং সড়কে, ৪০ নম্বর বাড়ির মাহবুব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মরহুমের ধানমণ্ডির বাসভবনে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রয়াত মাহবুব আলী খানের স্ত্রী ইকবাল বান বানু।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মোহম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার রফিক-উল হক দোয়া মাহফিলে অংশ নেন।

এর আগে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এ ছাড়াও সিলেট, জামালপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই