তারেকের বিরুদ্ধে চার্জশিট, যুবদলের বিক্ষোভের ডাক

নাশকতার এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় বিক্ষোভের ডাক দিয়েছে দলটির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।

বুধবার দেশের প্রতিটি জেলায় এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা গিয়াসউদ্দিন মামুন।

প্রসঙ্গত, গাজীপুরের জয়দেবপুর থানার নাশকতা মামলায় মঙ্গলবার দুপুরে জেলা আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদলসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

জেলা পুলিশ সুপার জানান, গত ২১ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে গাজীপুরের তারেক জিয়া মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা রাস্তা অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা একটি বাসে কেরোসিন ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুড়ে গিয়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার এএসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪০-৪৫ জনের নামে মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই