তারেকের বক্তব্য পত্রিকায় ছাপাবেন না : হাছান মাহমুদ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মত অবার্চীনের বক্তব্য পত্রিকায় না ছাপানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘গতকাল এ অবার্চীনের (তারেক রহমান) একটি বক্তব্য ছাপানো হয়েছে। যাতে ইতিহাস বিকৃতি করা হয়েছে। আমি বলবো এ অবার্চীনের বক্তব্য পত্রিকায় ছাপাবেন না। এতে করে জাতি উপকৃত হবে।’
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানকে অবার্চীন আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমি এ অবার্চীন সম্পর্কে কোনো কথা বলতে চাই না। তারপরও বলছি, আমরা কিছুদিন ধরে দেখছি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে বাংলাদেশের ইতিহাস বিকৃতি ঘটাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে ইতিহাস বিকৃতি করছে। এমনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার সম্পর্কে নানান সময়ে কটুক্তি করছেন।’
জিয়াউর রমানের হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরি জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এ নেতা।
হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমানের হত্যাকান্ডের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আড়াইবারের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি এ হত্যকাণ্ডের বিচার করেননি। কারণ কেঁচো খুড়ঁতে গিয়ে সাপ বের হয়ে আসবে জেনে জিয়া হত্যার বিচার করেননি খালেদা জিয়া।’
মন্তব্য চালু নেই