তারেকের আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে

‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছেন। নামী দামি ব্রান্ডের গাড়ি ব্যবহার করছেন, মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছেন এবং তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষী নিয়োগ দিচ্ছেন। তিনি কীভাবে এসব ব্যয় নির্বাহ করছেন? তার আয়ের উৎস কী? সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।’

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইস ব্যাংক থেকে টাকা ফেরত আনার যে ঘোষণা দিয়েছেন তাতে বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরেছে। তাদের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সুইস ব্যাংকে তারেক ও কোকোর টাকা থাকায় বিএনপির এ অস্বস্তি। এর আগে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর টাকা দেশে ফেরত এনেছে। এবারও সুইস ব্যাংক থেকে টাকা ফেরত আনার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী।’



মন্তব্য চালু নেই