তারেককে হত্যার নীলনকশা করছে সরকার

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিএনপির সিনিয়র ভাইস- চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার নীলনকশা করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হান্নান শাহ বলেন, ‘বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্ব চান। এই কারণে সরকার তারেক রহমানকে শেষ করার ষড়যন্ত্র করছে। সরকার ভালো করেই জানে তারেক রহমান দেশে আসলে আওয়ামী লীগ বানের জলে ভেসে যাবে।’

মার্কিন গবেষণা সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়ছে- এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘টাকা দিয়ে অনেক জনপ্রিয়তা কেনা যায়।’

আওয়ামী লীগ সরকার ভারতের নির্দেশে কাজ করছে- তারেক রহমানের এই বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রমাণ হয়েছে, বর্তমান সরকার দেশের স্বার্থে নয়, ভারতের স্বার্থে কাজ করছে। ভারত সরকার যা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা-ই বাস্তবায়ন করেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিএনপির সাংগঠনিক অগ্রযাত্রায় বাধা দিচ্ছে। তাই দেশের জনগণকে বুঝিয়ে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।



মন্তব্য চালু নেই