তামিমের হাতে স্ক্যান করাতে হচ্ছে!
শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ দুঃসংবাদ বয়ে এনেছে। হোয়াইটওয়াশ তো হয়েছেই; তার ওপর তিন ক্রিকেটারের ইনজুরি।
আঙুল ভেঙে যাওয়ায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ছোট সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চোট পেলেও গুরুতর কিছু হয়নি ইমরুল কায়েসের। কিন্তু প্রথম টেস্ট খেলতে নামার আগে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের চোট দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তামিমের হাতে এখন বেশি ব্যাথা নেই। গতকাল অনুশীলনেও দেখা গেছে তাকে। তবে সেটা নিছকই গা গরমের জন্য বল ব্যাটে লাগানো। এমতাবস্থায় তার হাতের চোট সম্পর্কে নিশ্চিত হতে আজ হাসপাতালে স্ক্যান করানোর কথা রয়েছে। এতে ফ্র্যাকচার-জাতীয় বড় সমস্যা থাকলে তা ধরা পড়বে।
কিন্তু তামিম নিজে মনে করছেন বড় কোনো সমস্যা হয়নি। যেটুকু ব্যাথা আছে তা টেস্টে ম্যাচে নামার আগে কেটে যাওয়ার কথা। আর যদি থাকেও তবে তা নিয়ে ব্যাট করতে সমস্যা হবে না বলে আত্মবিশ্বাসী বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। অন্যদিকে ইমরুল কায়েস পুরোদমেই নেটে ব্যাটিং করে চলছেন। ফিল্ডিং করতে গিয়ে চোটের ধাক্কাটা অল্পের উপর দিয়েই গেছে।
মন্তব্য চালু নেই