তামিমের হাততালি দেখেই সাকিব ঘটনা বুঝে গেছেন

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭৬ বলে ৩১টি চারের সাহায্যে ২১৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

যা বাংলাদেশি কোনো ক্রিকেটারের পক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের ২০৬ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। তবে এদিন সাকিব ২০১৭ রান করার পরই সর্তীর্থ তামিম হাততালি দিয়ে শুভেচ্ছা জানান সাকিবকে।

বেসিন রিজার্ভের পরিসংখ্যানবিদ মূলত নিউজিল্যান্ডের মাটিতে দলগত ও সাকিব-মুশফিক জুটির এত বড় কীর্তির কথাই স্পিকারে ঘোষণা আকারে দিয়েছেন।

কিন্তু সাকিব যে তামিম ইকবালের ২০৬ রান টপকে বাংলাদেশের এক ইনিংসে সবচেয়ে বড় ইনিংস স্রষ্টা হয়ে গেছেন সে ঘোষণাটি খুব স্বাভাবিকভাবেই দেয়া হলো না।

তা না আসুক। সাকিব নাকি তামিমের করতালি দিতে দেখেই ঘটনা বুঝে নিয়েছিলেন টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের ইনিংস খেলা শেষ।

প্রেস কনফারেন্সে এটা নিয়ে কথা বলতে গিয়ে সাকিব বলেন, ‘ঘোষণা শুনে নয়। ডাবল সেঞ্চুরি পূরণের কিছু সময় আমি হঠাৎ দেখি তামিমও তালি দিচ্ছে। তখনই মনে হয়েছে- আমি তার রান টপকে গেছি।



মন্তব্য চালু নেই