তামিমের প্রিয় নায়ক সালমান, নায়িকা পরিবর্তনশীল!

তামিম ইকবাল খান নিজেই কত মানুষের প্রিয়র তালিকায় তা তিনি নিজেই বলতে পারবেননা। তাই প্রিয় তামিমের প্রিয়র তালিকা জানাও ভক্তদের অধিকার। কি খেতে পছন্দ, প্রিয় অভিনেতা-অভিনেত্রী, প্রিয় শখ সবই জানা গেলো তার কাছে। দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম নিজেই জানালেন তার প্রিয়র তালিকা।

খাবারের ক্ষেত্রে একটা সময় ইলিশ খুব পছন্দের ছিল তামিমের। সময়ের সঙ্গে প্রিয় খাবারের তালিকায় এসেছে পরিবর্তন। এখন ভালো লাগে পোলাও-রোস্ট। বই পড়া হয় কিনা জানতে চাইলে বলেন, ‘নাহ্, তেমন একটা পড়া হয় না!’

সিনেমা-নাটক খুব একটা দেখা না হলেও প্রিয় অভিনেতা আছেন। লাজুক হেসে বলেন, ‘সালমান খানের অভিনয় ভালো লাগে।’ তবে অভিনেত্রী ‘কিছুদিন পর পর পরিবর্তন হয়!’

এছাড়াও স্মারক সংগ্রহ তামিমের প্রধান শখ । তার ডিওএইচএসের বাসায় ঢুকতে দেখা যায় থরে থরে সাজানো নানা স্মারক। ২০১২ সালের এশিয়া কাপে পর পর চারটি অর্ধশত করে চার আঙুল দেখানোর সেই বিখ্যাত উদযাপনের ঢাউস এক ছবি স্বাগত জানাবে বাসার অতিথিকে। সঙ্গে রয়েছে অটোগ্রাফ-সংবলিত স্মরণীয় ম্যাচের ব্যাট, স্টাম্প, পুরস্কার ও নানা ছবি।

সব দেখে মনে হবে, এ যেন জাদুঘর! অবশ্য তিনি তা মানতে নারাজ। বলেন, ‘এ ক্ষেত্রে আমার চেয়ে আমার পরিবারের ভূমিকাই বেশি।’



মন্তব্য চালু নেই