তামিমের অবস্থার উন্নতি, ভারতের বিপক্ষে খেলার সম্ভবনা

অস্ট্রেলিয়া ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পরা তামিম ইকবালের শারিরিক অবস্থার উন্নতি হয়েছে। আরেকটু সুস্থ হয়ে উঠলে ভারতের বিপক্ষে খেলতে পারবেন বলে আশাবাদী টাইগার টিম ম্যানেজমেন্ট।

তামিম এখন টিম হোটেলে বিশ্রামে আছেন। তামিমের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে টিম সূত্র। ডাক্তারের পরামর্শে চলছে ওষধ।

মঙ্গলবার সকালে টিম লিডার ও ক্রিকেট বোর্ড ডিরেক্টর আকরাম খান বলেন, এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে আছেন ড্যাশিং ওপেনার। শুয়ে আছেন নিজের কক্ষে।

সোমবার ব্যাঙ্গালুরুর চি্ন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ করেই পেটের পীড়ায় আক্রান্ত হন তিনি। খেলতে পারেননি গুরুত্বপূর্ণ ওই ম্যাচে। বাংলাদেশও হেরে গেছে ম্যাচ।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চাচ্ছে আগামীকালের ভারত ম্যাচের আগে সুস্থ হয়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল।



মন্তব্য চালু নেই