তামাক পণ্যের উপর কার্যকর হারে কর বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মাগুরা প্রতিনিধি : আসন্ন ২০১৬-১৭ বাজেটে সকল তামাক পণ্যের উপর কার্যকর হারে কর বৃদ্ধির দাবিতে শহরের এমআর রোডে কালেক্টরেট অফিসের সামনে মঙ্গলবার ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ ) ও রুরাল ডেভেলপমেন্ট কনসার্ন (আরডিসি ) মাগুরা এ মানববন্ধনের আয়োজন করে । ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তামাক বিরোধী নারী জোটের জেলা প্রতিনিধি ও রুরাল ডেভেলপমেন্ট কনসার্ন (আরডিসি ) মাগুরার নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু , মাগুরা জেলার ইতিহাস গবেষক ডা: কাজী তাসুকুজ্জামান , জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম , নারীনেত্রী ডলি রহমান ,জাহানারা সুলতানা, ফাতেমা বানু প্রমুখ। বক্তরা ২০২০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নিমূল করতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি জোর আহবান জানান। তাছাড়া তামাকের উপর বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালি তামাক শুল্ক-নীতি গ্রহনের জন্য জোর দাবী জানানো হয় । শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।



মন্তব্য চালু নেই