তানোরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭

রাজশাহী : রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জের সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতহরা হলেন, মাহাবুর ম-ল ওরুফে ফটিককে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফটিকের স্ত্রী ফাতেমা বেগম (২৪), লাল চান মন্ডল (৩২), সোনা মন্ডল (৫৮), তার স্ত্রী হারেছা বেগম (৩২), মমেনা বেগম (৪৫), ছোরাপ মন্ডলকে (৫০) তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গোল্লাপাড়া মহল্লায় মাহাবুর মন্ডল ওরুফে ফটিকের সঙ্গে একই মহল্লার সোনা মন্ডলের জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জের ধরে দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় সোনা মন্ডলের লোকজন ফটিকের পরিবারের সদস্যদের এলোপাথাড়িভাবে লাঠি দিয়ে মারপিট করে। ঘটনাস্থলে ফটিক গুরুতর জখম হয়। স্থানীয়রা প্রথমে তাকে তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। উভয়পক্ষের কাছ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য চালু নেই