তানিশকের দূত হিসেবে দীপিকা
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের পরে এবারে দীপিকা পাডুকোনও একটি জুয়েলারি ব্র্যান্ডের দূত হিসেবে নিযুক্ত হলেন।
তানিশক নামের এই জুয়েলারি ব্র্যান্ডের দূত হিসেবে নিযুক্ত হয়ে দীপিকা স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, এটা সত্যি আমার জন্য গর্বের। তানিশকের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগে থেকেই যখন ব্যাঙ্গালোরে আমি আমার পরিবারের সবার সঙ্গে তাদের দোকানে যেতাম।
দীপিকা আরও বলেন, তানিশকে এতোদিন কেনাকাটা করে তাদের সঙ্গে আমার আগে থেকেই খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এখন তো মনে হচ্ছে আমাদের এই সম্পর্ক যেন বিয়ের মত। আমার পছন্দের ব্র্যান্ডের সঙ্গে সামনের কয়েকটি বছর কাজ করতে পারব ভাবতেই ভালো লাগছে।
উল্লেখ্য, এর আগে তানিশকের ব্র্যান্ডের দূত হিসেবে ছিলেন কঙ্গনা রনৌত।
মন্তব্য চালু নেই