তাদের স্থান দোজখে : শাজাহান খান

‘জামায়াত ইসলাম কোরআন শরীফ হাতে নিয়েও মিথ্যা কথা বলছে, অপকর্ম করেছে। তারা ধর্মকে নিজ স্বার্থে ব্যবহার করছে। আল্লাহ তাদের কোথায় নিবে, কোন জায়গায় রাখবে তা জানি না। যদি কোরআন হাদিস সত্য হয়, তাহলে একথা নিশ্চিত যে তাদের বেহেশতে যাবার কোনো সুযোগ নেই। তারা দোজখে যাবে। তাদের স্থান দোজখে। শনিবার বেলা ১১টার দিকে মাদারীপুর লেকপাড়ের ‘স্বাধীনতা অঙ্গণ’ চত্বরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান জামায়াত সম্পর্কে এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘ধর্মের নাম করে তারা কোরআন শরীফ পোড়ায়। যারা কোরআন পোড়াতে পারে তারা কিসের ধার্মিক? তারা ধর্মের কাজ করে না। নিজেদের স্বার্থে ধর্মের অপব্যবহার করে যাচ্ছে জামায়াত।’

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বিএনপি জামায়াতকে মদদ দিচ্ছে, সুতরাং বিএনপি ধর্মকে তাদের অপকর্মের জন্যই ব্যবহার করেছে।’

মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুল হক ভূঁইয়া, ফরিদপুর জেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ আরো অনেকে।



মন্তব্য চালু নেই